শিরোনাম
◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা ◈ বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করলো সোনা, বাড়তে পারে দেশের বাজারেও ◈ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ ◈ যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: আইএসপিআর ◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় বিএনপির গণ-সমাবেশ

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গণ-সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে হাতিয়া উপজেলা বিএনপি আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

গণ-সমাবেশে জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে ও হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মো. আবদুর রহিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম, যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাদের শামীমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণ-সমাবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথভাবে পরিপূর্ণতা পাবে। সেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। হাতিয়া উন্নয়ন ও শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, এই হাতিয়ার বিভিন্ন ক্ষেত্রে আমি যে অবদান রেখেছিলাম, ভবিষ্যতে সুযোগ ফেলে উন্নয়নের সে গতিধারা আবারও বেগবান করব। সর্বক্ষেত্রে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধ করব। বক্তব্যে তিনি আজীবন হাতিয়াবাসীর সুখে দুঃখে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এরআগে শুক্রবার বিকাল সোয়া ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে হাতিয়া পৌর সদরের ওছখালীস্থ নিজ বাসভবনে পৌঁছানোর পর পরই সমাবেশে যোগ দেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

এদিকে অনেকদিন পর ফজলুল আজিমের জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নেতাকর্মীরা হাতিয়ার তমরদ্দি, হরণী, চানন্দী, জাহাজমারা, নিঝুম দ্বীপ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে পৌঁছলে সমাবেশটি গণ-সমাবেশে পরিনত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়