শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ: কারও বালুর স্তূপে ঢাকা, কারও লাশ আবার সাগরে ভাসছে ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বর্ষায় যেন জলাবদ্ধতা কম হয় সে চেষ্টা করা হচ্ছে- গৃহায়ণ উপদেষ্টা 

এম আর আমিন, চট্টগ্রাম : গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (৩১ জানুয়ারি)সকালে  বহদ্দারহাট বারইপাড়া ও ষোলশহর সুন্নিয়া মাদরাসা খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন,জনগণের জন্য যেসব কাজ করা দরকার ছিল সেসব করা হয়নি। 
 
তিনি আরও বলেন,  কিন্তু রাতারাতি হয়ে যাবে না।আমরা কাজটি শুরু করলাম যাতে এবারের বর্ষায় যতটুকু সম্ভব জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি।অনেক বছর নদী, নালা, খাল ও শহরের ভেতর যে জলাবদ্ধতা এসবের কোনো খোঁজ করা হয়নি। ব্যাপক অভিযোগ ছিল। প্রত্যেক বছর চট্টগ্রাম নগর পানির নিচে চলে গেছে। আমরা চেষ্টা করছি শহরের ভেতরে যতগুলো নালা ও সমুদ্র, নদীতে পানি যাওয়ার প্রবাহ সেগুলো চালু করার।
 বর্ষায় যাতে পানি চলে যাওয়ার মতো অবস্থা হয়, সেজন্য আমরা কাজ করছি। এ বর্ষায় যেন আগের অবস্থার মতো না হয় এবং জলাবদ্ধতা কম হয় সে চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এর আগে আরও তিনজন উপদেষ্টা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শনে এসেছিলেন। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে নগরবাসীকে এ জলাবদ্ধতা থেকে রেহাই দিতে পারব বলে আশা করছি।পরিদর্শনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়