মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে নির্মাণাধীন দালানে কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার(৩১ জানুয়ারি)বিকালে উপজেলার শ্রীরায়েরচর বাজারের আক্তার প্রধানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটেছে।
নিহত শামীম আহমেদ (২৩) উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের জাকির হোসেন ভুঁইয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর বাজারে এক প্রবাসীর মার্কেটের নির্মাণাধীন ভবনে কয়েকজন রাজমিস্ত্রী কাজ করছিলেন। রাজমিস্ত্রী শামীম দালানের ছাদের ওপর রড কাটছিলেন হঠাৎ রডটি বাঁকা হয়ে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। বিদ্যুতের তারের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দালানের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে অন্য সহযোগী মিস্ত্রীরা শামীমকে শ্রীরায়েরচর বাজারে ইউনিক ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আরিফ হোসেন বলেন, নিহতের বাবা জাকির হোসেনের কোনো অভিযোগ নেই। তাই সুরতহাল তৈরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :