শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ: কারও বালুর স্তূপে ঢাকা, কারও লাশ আবার সাগরে ভাসছে ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপ-রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : "সন্ত্রাসী ও চাঁদাবাজদের কালো হাত ভেঙ্গে দাও" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, দখলবাজি ও অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি বয়ড়া বাজার রুপালী ব্যাংক থেকে শুরু হয়ে বয়ড়া ব্রীজ ও কুলঘাট প্রদক্ষিন করে বাজারে এসে সমাবেশে মিলিত হয়। 

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকিরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া চানু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশবাসী স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতিমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেও সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও অপ-রাজনীতি করে তাহলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়