শিরোনাম
◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা ◈ বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করলো সোনা, বাড়তে পারে দেশের বাজারেও ◈ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ ◈ যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: আইএসপিআর ◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আট গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল গ্রামবাসী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ৮ গরু চোরকে চুরির সময় হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর রাতে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাঁটি গ্রাম থেকে দুইটি গরু নিয়ে পালানোর সময় চোরের দলকে গ্রামবাসী আটক করে। 

পরে থানা পুলিশ খবর পেয়ে আট চোরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আজ শুক্রবার বিকেলে তাদেরকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গরুর মালিক মুরাদ শেখ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের লোকমান শেখের ছেলে মুরাদ শেখের গোয়ালঘর থেকে শুক্রবার ভোররাতে ২টি গরু নিয়ে বের হচ্ছিল সংঘবদ্ধ চোরের দল। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শেলাহাটি গ্রামের স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আটককৃত চোরের দলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ আটককৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন বিকাল ৪টার দিকে বাড়ির মালিকের করা মামলায় ৩৫৭, ৩৮০, ৪১১ ধারায় ফরিদপুর আদালতে প্রেরণ করেছে। এসময় তাদের কাছ থেকে শেকল ও তালা কাটা সরঞ্জাম কাতানী এবং শাবল উদ্ধার করা করেছে। 

আটককৃতরা হলেন, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের ফরিদ শেখের ছেলে আরিফ শেখ, একই গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে রিয়াজ মোল্যা, উজির মোল্যার ছেলে আল আমিন ও রোকমান মোল্যা, রাজু মোল্যার ছেলে আকাশ মোল্যা, ঠাকুরপুর গ্রামের ভ্যান চালক আলতু খাঁ এবং আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে সাদ্দাম শেখ। এছাড়া পাশ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে রোমান মিয়া।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মাদ গোলাম রসূল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চোরের দলকে আটক করা হয়। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়