শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা ◈ জাকের-হৃদয়ের পার্টনারশীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মালিকবিহীন ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জিয়াবুল হক,টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (২ বিজিবি)।

বিজিবি সুত্রে জানা যায়, ২৮ জানুয়ারি মঙ্গলবার টেকনাফের হ্নীলা বিওপি’র একটি বিশেষ অভিযানীদল চৌধুরীপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর সকাল ৪ টায় ২ জন ব্যক্তি নাফনদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে সাঁতরে পার হয়ে নদীর তীর দিয়ে দুইটি ব্যাগ কাঁধে বেড়ীবাঁধ হয়ে চৌধুরীপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।

অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে ঘন কুয়াশা এবং রাতের অন্ধকারের সুযোগে দ্রুত বসতি এলাকার ভিতরে গা ঢাকা দেয়। অভিযান দল স্থানীয়দের সহায়তায় উক্ত এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে এবং প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক হস্তান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়