শিরোনাম
◈ পার্কে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সাবেক এমপি সালাহউদ্দীন গ্রেফতার ◈ নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ ◈ উত্তরার কিশোর গ্যাং নেতা শিশির গ্রেফতার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান ◈ উত্তপ্ত খুলনা: ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সমাবেশ শিববাড়ি মোড়ে ◈ যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ জলবায়ু অর্থায়নের সংজ্ঞা স্পষ্ট হওয়া দরকার : পরিবেশ উপদেষ্টা  ◈ ‘বিইআরসির অনুমোদন ছাড়া বিদ্যুৎকেন্দ্র করা যাবে না’  ◈ কেউ বলতে পারবেন না আমরা কোনও পত্রিকাকে রিপোর্ট নামিয়ে ফেলতে বলেছি: শফিকুল আলম ◈ ফেব্রুয়ারিতে গ্যাসের উৎপাদন কমেছে ৪১ মিলিয়ন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মালিকবিহীন ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জিয়াবুল হক,টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (২ বিজিবি)।

বিজিবি সুত্রে জানা যায়, ২৮ জানুয়ারি মঙ্গলবার টেকনাফের হ্নীলা বিওপি’র একটি বিশেষ অভিযানীদল চৌধুরীপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর সকাল ৪ টায় ২ জন ব্যক্তি নাফনদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে সাঁতরে পার হয়ে নদীর তীর দিয়ে দুইটি ব্যাগ কাঁধে বেড়ীবাঁধ হয়ে চৌধুরীপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।

অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে ঘন কুয়াশা এবং রাতের অন্ধকারের সুযোগে দ্রুত বসতি এলাকার ভিতরে গা ঢাকা দেয়। অভিযান দল স্থানীয়দের সহায়তায় উক্ত এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে এবং প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক হস্তান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়