ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদে মারধর ও কান ধরে পুরো বাজার ঘোরানো হয়েছে এক বৃদ্ধকে। রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটা ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ৭৫ বছর বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করছেন বাজারের কিছু লোক। কয়েক জন লোক ওই বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুষি মারতে মারতে পুরো বাজারে ঘুরাতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালিগালাজ করতে শোনা যায়।
এঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় সুশীল সমাজ।
কালামৃধা বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম জানান, রোববার সকাল দশটার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি ওই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকে কান ধরে ওঠবস করান। পরে বৃদ্ধকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন তারা। তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তিনি শুধু বলেছেন মহিলা রোড এলাকায় তার বাড়ি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আমি ভিডিওটা দেখিনি। এবিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: সমকাল।
আপনার মতামত লিখুন :