শিরোনাম
◈ রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, মধ্যরাতে জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করার নির্দেশ ট্রাম্পের ◈ যেসব উপকার পাবেন ডালিমের রস ও চিয়া সিড খেলে, যেবাবে তৈরি করবেন ◈ ‌‘সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার’ ◈ গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত ◈ গাছ কাটতে নিতে হবে অনুমতি: হাইকোর্টের রায় ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন! ◈ ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন ◈ ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ ◈ তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসি ড. মামুন আহমেদের পুরোনো কথোপকথন ফাঁস (অডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পৃথক অভিযানে ৫২ হাজার ৫৬ পিস ইয়াবাসহ আটক-২

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের পৃথক অভিযান চালিয়ে ৫২ হাজার ৫৬ পিস ইয়াবাসহ দুইজন পাচারকারীকে আটক করেছে। বিজিবি সুত্রে জানা যায়,২৭ জানুয়ারি সোমবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে হোয়াইক্যং বিওপি'র একটি বিশেষ টহলদল কেরেঙ্গাঘোনা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

টহল পরিচালনার এক পর্যায়ে আনুমানিক গভীর রাত ১২ টায় একজন ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাকে ধাওয়া করলে দূর হতে বিজিবি'র উপস্থিতি টের পাওয়া মাত্রই উক্ত চোরাকারবারীর হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে চারদিক থেকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে পোটলাটির ভিতর (বিশেষভাবে মোড়কজাত) হতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরেঙ্গাঘোনা এলাকার আলী আকবর এর ছেলে নুরুল বশর (২৪), হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকার আমির হোছাইনের ছেলে শাহাব উদ্দিন (৩৫)। 

এদিকে ২৭ জানুয়ারি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহন যোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারী ও তল্লাশী কার্যক্রম বৃদ্ধি করা হয়। আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে হ্নীলা হতে উখিয়া উপজেলার কুতুপালংগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে

কর্তব্যরত বিজিবির সদস্যরা সিএনজিটি তল্লাশী করে একজন সন্দেহভাজন আরোহীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত ব্যক্তির শরীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সংবাদের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২-ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়