ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রায়হান- উজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস ও মোঃ রায়হানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-অনুবলে এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তি জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।
বোরহানউদ্দিন বাজারে ভোলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সহযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জনস্বার্থে এরূপ বাজার মনিটরিং/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা তিনি জানান।
আপনার মতামত লিখুন :