প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতাকর্মীরা। এরপর তারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা মহাসিন শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার দাড়িয়া বক্তব্য রাখেন।
পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আধাঁরে ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে বসে মোঃ হানিফ মিয়াকে সভাপতি ও মোঃ সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। পদবঞ্চিত নেতাকর্মীরা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানায়।
তিনি আরো বলেন, আমি ২০০৯ সালে ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দলে যোগ দেই। পরবর্তীতে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, সহ-সভাপতি এবং হিরণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি।
বর্তমানে আমি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। হিরণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সদস্য আমাকে হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে প্রার্থী করে। সেখানে আর্থিক বাণিজ্য করে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে হিরণ ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়। যাকে সভাপতি করা হয়েছে তিনি কোনদিন জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মীও ছিলেন না। আমরা এই কমিটি অনতিবিলম্বে বাতিলের দাবী জানাই। এই কমিটি যতোদিন বাতিল না করা হবে ততোদিন আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হিরণ ইউনিয়নের যুবদল যে কমিটি ঘোষণা তাহা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোন সুযোগ নাই।
আপনার মতামত লিখুন :