শিরোনাম
◈ রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, মধ্যরাতে জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করার নির্দেশ ট্রাম্পের ◈ যেসব উপকার পাবেন ডালিমের রস ও চিয়া সিড খেলে, যেবাবে তৈরি করবেন ◈ ‌‘সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার’ ◈ গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত ◈ গাছ কাটতে নিতে হবে অনুমতি: হাইকোর্টের রায় ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন! ◈ ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন ◈ ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ ◈ তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসি ড. মামুন আহমেদের পুরোনো কথোপকথন ফাঁস (অডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে জেলা শহরে সিএন‌জি প্রবে‌শে নি‌ষেধাজ্ঞা, শ্রমিকদের স্মারকলিপি

মিজান লিটন, চাঁদপুর : ১ ফেব্রুয়া‌রি থে‌কে জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর শহ‌রে সিএন‌জি প্রবে‌শে নি‌ষেধাজ্ঞা দেয়া হ‌য়েছে। এটি বলবৎ হ‌লে প্রায় ১৫ হাজার সিএন‌জি চালক শ্রমিকরা হতাশার ম‌ধ্যে পর‌বেন। 
এ নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে (২৭ জানুয়া‌রি) সোমবার বি‌কে‌লে জেলা প্রশাসক ‌মোহাম্মদ মোহসীন উ‌দ্দি‌নের বরাবর চাঁদপুর জেলা সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা ও  টে‌ক্সিকার সড়ক প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নের নেতৃবন্দ জেলা প্রশাসক বরাবর এক‌টি স্মারকলিপি প্রদান ক‌রেন। 
 
স্মারক‌লি‌পি প্রদানকা‌লে উপস্থিত ছিলেন এই সংগঠনে সভাপ‌তি কাজী ফরুক, কার্যক‌রি  সভাপ‌তি জ‌হির পাটওয়া‌রি সি‌নিয়র সহ সভাপ‌তি মোঃ মিন্টু বেপারী, সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুগ্ম  সম্পাদক আবু তা‌হের মি‌জি, মোঃ আবুল কালাম ভুট্রু মাল, সহ সংগঠ‌নিক দেলওয়ার পাটওয়ারী, দপ্তর সম্পাদক মোঃ শামীম মি‌জি, প্রচার সম্পাদক সবুজ সরকার, লাইন ও সড়ক সম্পাদক মোঃ তাইজউ‌দ্দিন হাওলাদার,  কোষাধ‌্যক্ষ মাসুদ গাজী, লাইন সম্পাদক আলমগীর হোসেন শেখ, কার্যক‌রি সদস‌্য মোঃ ফারুক বেপারী, মোঃ বেলা‌য়েত খান, মোঃ রাজ্জাক, মোঃ মোস্তফা বেপারী

মতলব উত্ত‌র উপ‌জেলার সভাপ‌তি আব্দুল আওয়াল, মতলব দ‌ক্ষিন শ্রমিক নেতা বিল্লাল, ক‌বির হোসেন  গাজীসহ বি‌ভিন্ন পর্যা‌য়ের সদস‌্যগণ।
 
স্মারকলি‌পি প্রদান কালে জেলা প্রশাসক মোহাম্মদ মহোসিন উদ্দিন শ্রমিক‌দের উ‌দ্দে‌শ্যে  ব‌লেন, আমার দরজা অপনাদেন জন্য সবসময় খোলা।  আ‌পনারা আমার কা‌ছে যেকোন সময় এস‌বেন। আ‌মি আপনা‌দের দাবী দাওয়াগু‌লো দেখ‌বো, প্রয়জনে আ‌মি আবার আপনা‌দের সাথে বস‌বো। এসময় শ্রমিকরা জেলা প্রশাসকের নিকট স্মারক লি‌পি‌তে তা‌দের বি‌ভিন্ন দাবী দাওয়া তু‌লে ধ‌রেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়