গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত : রিজওয়ানা হাসান
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে, এগুলো উসকানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সকলকে আহ্বান করব, ধৈর্য ধরার জন্য।’
ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ উপদেষ্টা।
নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সব সময় বিভিন্ন প্রভাবশালীরা দখলদারিত্ব নিয়ে ব্যস্ত থাকেন। আর গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত। বাজেটে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত না হলেও বরাদ্দ কিছুটা বাড়ানোর চেষ্টা করব।’
পানি সম্পদ মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, ‘দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।’
এসময় উপস্থিত ছিলেন- নদী কমিশনার ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হুরায়রা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মোহাম্মদ ইউসুফ, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা প্রমূখ।
এর আগে একটি সভা শেষে নদী গবেষণার বিভিন্ন মডেল পরিদর্শন করেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :