মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীনরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে ভূমিহীন পরিবারের সদস্যরা। এতে হাতিয়া ভূমিহীন পূর্ণবাসন সমিতির সভাপতি মাইন উদ্দিন লেলিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: ইউছুফ, কৃষক জাফর মো. ইউনূছ উদ্দিন প্রমূখ।
এসময় নথি যার, জমি তার লেখা বিভিন্ন প্লেকাড নিয়ে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত হন। মানববন্ধন চলাকালীন সময়ে হাতিয়ার প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে বন্দোবস্ত দেওয়া নথির জমি এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। স¤প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন। তাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েকদিন থেকে এই ভূমি পরিমাপ করার কাজ শুরু হয়েছে। এই পক্রিয়া বন্ধ করার জন্য একটি গ্রæপ ষড়যন্ত্র করছে। প্রশাসনকে এই বিষয়ে তৎপর থেকে ভূমি বুঝিয়ে দেওয়া অব্যাহত রাখার দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :