শিরোনাম
◈ রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, মধ্যরাতে জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করার নির্দেশ ট্রাম্পের ◈ যেসব উপকার পাবেন ডালিমের রস ও চিয়া সিড খেলে, যেবাবে তৈরি করবেন ◈ ‌‘সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার’ ◈ গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত ◈ গাছ কাটতে নিতে হবে অনুমতি: হাইকোর্টের রায় ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন! ◈ ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন ◈ ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ ◈ তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসি ড. মামুন আহমেদের পুরোনো কথোপকথন ফাঁস (অডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার লক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৬ জানুয়ারি রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি টাওয়ার এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক (২১), বাবু (২২) ও তানভীর মাহতাব ঝিনুক (২১)। রাতেই দণ্ডিতদের থানা পুলিশের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানকালে বন বিভাগের রেঞ্জ অফিসারসহ বন বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, ব্যাটালিয়ন আনসার এবং ইউএনও অফিসের স্টাফবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়