শিরোনাম
◈ সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের আহ্বান ◈ মধ্যরাতে প্রধান ফটকের তালা ভেঙে নীলক্ষেতে ইডেন কলেজের ছাত্রীরা (ভিডিও) ◈ সাত কলেজের ঘটনা ‘দুঃখজনক’, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান প্রো ভিসি ড. মামুনের ◈ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ, শিবির সভাপতির বক্তব্য ◈ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার ◈ ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র (ভিডিও) ◈ তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুর রাইডার্সের অপ্রত্যাশিত হার ◈ এস কে সুরের লকারে তল্লাশি: ডলার-ইউরো, স্বর্ণসহ আরও যা পাওয়া গেল ◈ নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, তা দু:খজনক : মেজর হাফিজ ◈ শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না‌জিরপু‌রে প্রেমি‌কের হাত ধ‌রে পালা‌লেন গৃহবধু

ম‌শিউর রহমান. না‌জিরপুর ( পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি : পিরোজপুরের নাজিরপুরে স্বামী ও সন্তান ফেলে প্রেমের টানে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন মোসা. মরিয়ম আক্তার (২১) নামের এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৯ নং কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি এলাকায় স্বামীর বাসা থেকে সোনা ও প্রায় আড়াই লাখ টাকা নিয়ে উধাও হন তিনি।

জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে জনৈক্য রায়হান হাওলাদারের (৩০) পরকীয়া সম্পর্কের বিষয়টি জানতে পারেন তার স্বামী সুমন খান। কিছুদিন আগে স্বামী সুমন পরকীয়া প্রেমিক রায়হানসহ স্ত্রী মরিয়মকে একসঙ্গে আটক করেছিলেন। ওই সময় স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিটমাট করে নেন তিনি। পরে গত ১৭ জানুয়ারি প্রেমিকের হাত ধরে উধাও হলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি নাজিরপুর থানায় অবহিত করেন সুমন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ বছরের পূর্বে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. সুমন খানের সঙ্গে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের ইকবাল হোসন বিশ্বাসের মেয়ে মোসা. মরিয়ম আক্তারের বিয়ে হয়।

তাদের সংসারে একটি মেয়েসন্তান রয়েছে। সুমন চাকরির সুবাদে ঢাকায় থাকার কারণে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মো. আলমগীর হাওলাদারের পুত্র মো. রায়হান হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মরিয়মের। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মীমাংসা করে দেন।  গত (১৭ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী ও তার পরিবারের আগোচরে নগদ প্রায় আড়াই লাখ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে যান মরিয়ম। পরে স্ত্রীর খোঁজে শ্বশুরবাড়িতে গেলে গালমন্দের শিকার হন সুমন। বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার এএসআই আব্দুল মজিদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়