এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে এনামুল হাসান রুমান নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ বিষয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরআগে শুক্রবার দুপুরে উপজেলার বিষ্ণপুর বাজারে এ সন্ত্রাসী হামলা করা হয়। এসময় ওই ব্যাবসায়ীর একটি প্রাইভেট কার ভাংচুর এবং সাথে থাকা নগদ অর্থ ও ডেবিট ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়। রুমান(৩৫) উপজেলার দিঘীরপাড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় একই এলাকার বাদল মিয়া (৫৫) তুহিন (৫০) বাবু (৪০) ইশান (৩৫) পলাশ (৩৫) মোহাম্মদ আলী (৫০) সহ ১০/১২ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, এনামুল হাসান রুমান ঢাকায় ট্রাভেলস ব্যবসা করেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার চাচাতো ভাই বাহার খানের পক্ষে প্রচার-প্রচারণা চালায়।
এতে স্থানীয় একটি গ্রুপের সাথে তার দ্বন্দ্ব হয়। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার ঢাকা থেকে এলাকায় আসলে রুমানের উপর সন্ত্রাসী হামলা করা হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে সাথে থাকা ৭৭ হাজার টাকা, ৪টি ডেবিট কার্ড, দুইটি ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ব্যবসায়ী রুমানের উপর হামলার ঘটনায় তার পিতা মজিবুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :