কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা হারালো নলকূপ মিস্ত্রী
ফিরোজ আহম্মেদ ,কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলার বটতলা নামক স্থানে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত।
শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলো- কোটচাঁদপুর কলেজ স্টান্ডের শেরেস্তা মন্ডলের ছেলে আলী হোসেন (৬০) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে জয়নাল হোসেন (৫০) এবং বদি মন্ডলের ছেলে আজিবার (৫০)।
আহতদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত আলী হোসেন নলকূপ মিস্ত্রী।
স্থানীয়রা জানায়, হয়তো ঘন কুয়াশার জন্য এমন দূর্ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাক ও কোটচাঁদপুর থেকে আসা ব্যাটারি চালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ভ্যানচালকসহ ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান জুয়েল জানান, পা হারানো আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে। আর বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে সকাল সাতটা পর খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অতিরিক্ত কুয়াশা এবং কর্দমক্ত ভেজা রাস্তার কারণে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে চাপা দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :