শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে নজর ডোনাল্ড ট্রাম্পের ◈ নাতি-নাতনি বাদ, ঢাবিতে কোটা থাকছে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের ◈ প্রথমে গোল হজম করে চেলসিকে ৩ গোল দিলো  ম্যানচেস্টার সিটি ◈ সালাহর শততম গোল, ইংলিশ লিগে জয় পেলো লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসল ◈ সুইডেন আসলামের দাবি তিনি সন্ত্রাসী নন (ভিডিও) ◈ সরকার ও ছাত্রদের সঙ্গে যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপির ◈ এমবাপ্পের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন লেস্টার সিটির হামজা চৌধুরী ◈ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই ◈ বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিমুল ইসলাম শিহাব (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তিনি রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী নগরের বুধপাড়া এলাকার বাসিন্দা।
 
মঙ্গলবার রাত ১১টার দিকে শিহাবকে ক্যাম্পাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে বিভিন্নমুখী তথ্য উঠে এসেছে।
 
প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও পরবর্তীতে মারধরের কথা সামনে আসে। তবে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানিয়েছেন, শিহাবের শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
 
এদিকে, প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা একজন বলেন, নতুন রাস্তা নির্মাণের জন্য রাস্তায় বিছানো রডের কারণে শিহাব বাইক নিয়ে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা এক মেয়ে বন্ধুও ছিলেন। তবে কারও মারধরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
 
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক সাজিদ হাফিজ জানান, শিহাবকে ক্যাম্পাস থেকে মেডিকেল সেন্টারে আনা হলে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে ধুলাবালি লেগে ছিল। পালস ও রক্তচাপ না থাকায় তাকে দ্রুত রামেক হাসপাতালে পাঠানো হয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “সায়েন্স ভবনের সামনে মেয়ে বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল শিমুল। প্রক্টর দপ্তরের গাড়ি দেখেই তারা বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাইক থেকে পড়ে যায় শিমুল। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।”
 
তবে মতিহার থানার ওসি আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মৃত্যুর এই ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়