শিরোনাম
◈ খালেদা জিয়া ছাড়পত্র পেলেন হাসপাতাল থেকে, উঠবেন তারেক রহমানের বাসায় ◈ বৃহৎ এলএনজি চুক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে, বছরে ৫০ লাখ টন কিনবে বাংলাদেশ ◈ মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি : প্রধান উপদেষ্টা  ◈ পতেঙ্গার পর মাতারবাড়ী বন্দর পরিচালনায় আগ্রহী সৌদি  আরবের কোম্পানি ◈ ৩১ তারিখের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশে কর্মসূচি দেওয়ার  হুঁশিয়ারি শিক্ষকদের (ভিডিও) ◈ রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাবো : নাহিদ ইসলাম (ভিডিও) ◈ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ভোটাধিকার নিয়ে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন তারেক রহমান ◈ আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রাচীরের ঐক্য লাগবে : জামায়াত আমীর 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিমুল ইসলাম শিহাব (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তিনি রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী নগরের বুধপাড়া এলাকার বাসিন্দা।
 
মঙ্গলবার রাত ১১টার দিকে শিহাবকে ক্যাম্পাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে বিভিন্নমুখী তথ্য উঠে এসেছে।
 
প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও পরবর্তীতে মারধরের কথা সামনে আসে। তবে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানিয়েছেন, শিহাবের শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
 
এদিকে, প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা একজন বলেন, নতুন রাস্তা নির্মাণের জন্য রাস্তায় বিছানো রডের কারণে শিহাব বাইক নিয়ে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা এক মেয়ে বন্ধুও ছিলেন। তবে কারও মারধরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
 
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক সাজিদ হাফিজ জানান, শিহাবকে ক্যাম্পাস থেকে মেডিকেল সেন্টারে আনা হলে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে ধুলাবালি লেগে ছিল। পালস ও রক্তচাপ না থাকায় তাকে দ্রুত রামেক হাসপাতালে পাঠানো হয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “সায়েন্স ভবনের সামনে মেয়ে বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল শিমুল। প্রক্টর দপ্তরের গাড়ি দেখেই তারা বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাইক থেকে পড়ে যায় শিমুল। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।”
 
তবে মতিহার থানার ওসি আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মৃত্যুর এই ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়