শিরোনাম
◈ নাতি-নাতনি বাদ, ঢাবিতে কোটা থাকছে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের ◈ প্রথমে গোল হজম করে চেলসিকে ৩ গোল দিলো  ম্যানচেস্টার সিটি ◈ সালাহর শততম গোল, ইংলিশ লিগে জয় পেলো লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসল ◈ সুইডেন আসলামের দাবি তিনি সন্ত্রাসী নন (ভিডিও) ◈ সরকার ও ছাত্রদের সঙ্গে যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপির ◈ এমবাপ্পের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন লেস্টার সিটির হামজা চৌধুরী ◈ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই ◈ বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ ◈ টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে চলাচলের পথে বাঁশের খুঁটি, অবরুদ্ধ বেশকিছু পরিবার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামে দীর্ঘদিনের পুরনো গ্রামীণ ইট সোলিং রাস্তায় জোরপূর্বক বাঁশের খুঁটি দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি সাইফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায়। এতে ওই গ্রামের প্রায় ১৫টি পরিবারের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের পশ্চিম পাড়ায় বেশ কয়েকটি পরিবারের বসবাস। শিবপুর গ্রামের পশ্চিম পাড়ায় দীর্ঘ দিনের পুরোনো চলাচলের একমাত্র রাস্তায় প্রভাবশালী সাইফুল ইসলাম বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেয়। এতে ওই পাড়ার প্রায় ১৫টি পরিবার অবরুদ্ধ সহ যানবাহন চলাচলে
বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগী রেজাউল নামের এক বাসিন্দা বলেন, আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘ দিন ধরে চলাচল করে আসছি। রাস্তার মালিকানা দাবি করা সাইফুল ইসলাম গত কয়েক দিন আগে বাঁশের খুঁটি দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এদিকে একমাত্র চলাচলের পথ বন্ধ করায় পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে বসবাস করছেন ওই পাড়ার বেশকিছু পরিবার। অনতিবিলম্বে বন্ধ করা রাস্তার বাঁশের খুঁটি অপসারণ করে স্বাভাবিক চলাচলের জন্য

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই গ্রামের ভুক্তভোগী পরিবার গুলো। এব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, এ ঘটনায় আমি কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়