শিরোনাম
◈ খালেদা জিয়া ছাড়পত্র পেলেন হাসপাতাল থেকে, উঠবেন তারেক রহমানের বাসায় ◈ বৃহৎ এলএনজি চুক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে, বছরে ৫০ লাখ টন কিনবে বাংলাদেশ ◈ মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি : প্রধান উপদেষ্টা  ◈ পতেঙ্গার পর মাতারবাড়ী বন্দর পরিচালনায় আগ্রহী সৌদি  আরবের কোম্পানি ◈ ৩১ তারিখের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশে কর্মসূচি দেওয়ার  হুঁশিয়ারি শিক্ষকদের (ভিডিও) ◈ রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাবো : নাহিদ ইসলাম (ভিডিও) ◈ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ভোটাধিকার নিয়ে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন তারেক রহমান ◈ আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রাচীরের ঐক্য লাগবে : জামায়াত আমীর 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে চলাচলের পথে বাঁশের খুঁটি, অবরুদ্ধ বেশকিছু পরিবার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামে দীর্ঘদিনের পুরনো গ্রামীণ ইট সোলিং রাস্তায় জোরপূর্বক বাঁশের খুঁটি দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি সাইফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায়। এতে ওই গ্রামের প্রায় ১৫টি পরিবারের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের পশ্চিম পাড়ায় বেশ কয়েকটি পরিবারের বসবাস। শিবপুর গ্রামের পশ্চিম পাড়ায় দীর্ঘ দিনের পুরোনো চলাচলের একমাত্র রাস্তায় প্রভাবশালী সাইফুল ইসলাম বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেয়। এতে ওই পাড়ার প্রায় ১৫টি পরিবার অবরুদ্ধ সহ যানবাহন চলাচলে
বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগী রেজাউল নামের এক বাসিন্দা বলেন, আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘ দিন ধরে চলাচল করে আসছি। রাস্তার মালিকানা দাবি করা সাইফুল ইসলাম গত কয়েক দিন আগে বাঁশের খুঁটি দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এদিকে একমাত্র চলাচলের পথ বন্ধ করায় পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে বসবাস করছেন ওই পাড়ার বেশকিছু পরিবার। অনতিবিলম্বে বন্ধ করা রাস্তার বাঁশের খুঁটি অপসারণ করে স্বাভাবিক চলাচলের জন্য

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই গ্রামের ভুক্তভোগী পরিবার গুলো। এব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, এ ঘটনায় আমি কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়