মাসুদ আলম: সীমান্তে চোরাচালান রোধ ও জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি সভায় বলেন, ‘বিএসএফকে শায়েস্তা করার জন্য আমি যথেষ্ট। যখন আমার প্রয়োজন হবে, তখন আপনাদের ডাক দেব। আমি না ডাকলে, নো ম্যানস ল্যান্ডের পাশে কেউ যে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, মনোবল আছে এবং আমাদের পিছনে ১৮ কোটি মানুষ আছে। ১৮ কোটি মানুষ থাকতে আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই।’
বিজিবি’র অধিনায়ক সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী নেতা, শিক্ষক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া আরও বলেন, ‘সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমাতে পারবেন। আমরা তাদের ধরে পুলিশকে দিয়ে শায়েস্তা করব এবং সীমান্ত সুরক্ষিত রাখব। বিজিবি সবার নিরাপত্তা নিশ্চিত করবে। পাঁচশ বা এক হাজার টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না।’
এর আগে গত ৬ জানুয়ারী চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেমিদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা।
আপনার মতামত লিখুন :