হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, 'তারেক রহমান বাংলাদেশকে একটি গনতান্ত্রিক রাষ্টে পরিণত করতে চায়। শেখ হাসিনা দেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, গণতান্তিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেগুলোকে ঠিক করতে হলে ৩১ দফাকে পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করতে হবে।'
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার উপর ভিত্তি করে জাতির উদ্দেশ্যে বাংলাদেশের উন্নয়নের জন্য তারেক রহমান দিয়েছেন ৩১ দফা, এই ৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি আড়াই বছর আগে সংস্কারের জন্য ২৭ দফা ঘোষণা করে ছিলেন। তবে তৎকালীন ফ্যাসিবাদী সরকার তারেক রহমানের ২৭ দফাকে প্রচার করতে দেয়নি। আজ সেই ২৭ দফা হয়েছে ৩১ দফা।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, আলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমূখ।
আপনার মতামত লিখুন :