শিরোনাম
◈ বিজিবি-বিএসএফ বৈঠক: কৃষক ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে অন্য কারও না ঢোকার সিদ্ধান্ত ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ◈ শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের (ভিডিও) ◈ পাকিস্তানি নম্বর থেকে  পাঠানো বাংলাদেশ বিমানে ‘বোমা হামলার’ ভুয়া বার্তায় যা বলা হয়েছিল ◈ সুখবর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, কলরেট আগের মতো ◈ নির্বাচনে ফিরতে পারবে না আ.লীগ, সদস্য-সহযোগীদেরও বিচার হবে: ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে, গুরুত্ব পাচ্ছে তিন বছর আগে ও পরের মামলা ◈ বইমেলায় প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে : ডিএমপি কমিশনার ◈ ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইলসহ বেশ কিছু খাতের ভ্যাট কমল ◈ বিমানের সেই ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, যাত্রীদের তল্লাশি চলছে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

শামীম মীর গৌরনদী : গত আ’লীগ শাসনামলে দাবিকৃত চাঁদা না পেয়ে যুবদল কর্মীকে গুরুতর আহত ও বোমা হামলা করার অভিযোগে বরিশালের গৌরনদীতে সাবেক পৌর মেয়র ও চার পৌর কাউন্সিলরসহ উপজেলা আ”লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর নামোল্লেখসহ ১০৪ জনকে আসামি করে গৌরনদী থানায় চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে ১টি মামলা নথিভূক্ত করা হয়েছে।

গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার যুবদল কর্মী মাসুম হাওলাদার বাদি হয়ে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে নালিশী অভিযোগ দায়ের করলে আদালতের বিচারক অভিযোগটি গৌরনদী থানার ওসিকে নথিভূক্ত করার নির্দেশ দেন। আদালতে দায়েরকৃত মামলার নথিসহ আদালতের নির্দেশ পেয়ে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া সোমবার সন্ধ্যায় অভিযোগটি থানায় নথিভূক্ত করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, প্রচার সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, সাবেক পৌর কাউন্সিলয় কাজী তৌফিক ইকবাল সজল, ইক্তিয়ার হাওলাদার, আমিনুল ইসলাম শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মনির হোসেন, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফরিদ বেপারী, সাধারন সম্পাদক জব্বার বেপারী, পৌর যুবলীগের নেতা রায়হান ফকির, কাওছার ফকির, গৌরনদী ইউএনও অফিসের পিয়ন শিপন হাওলাদার প্রমূখ।

বাদি মামলায় উল্লেখ করেন, ২০২৪ সালের ১৩ ফেব্রয়ারি সকালে আসামিরা বাদির বাড়িতে ঢুকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা একাধিক বোমা নিক্ষেপ করলে বোমার আঘাতে বাদি গুরুতর আহত হয়।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আদালতে দায়েরকৃত মামলার নথিসহ আদালতের নির্দেশ পেয়ে সোমবার মামলাটি নথিভূক্ত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। এই মামলাসহ ১৩/১৪টি মামলার প্রধান আসামি সাবেক পৌর মেয়র হারিছুর রহমান বর্তমানে বরিশাল কারাগারে রয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়