শিরোনাম
◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব ◈ গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত ◈ বাংলাদেশে থাকতে চাই না, আমাদের বার্মা ফেরত পাঠাও, খাদ্য সহায়তা কমানোয় দেশে ফিরতে চান রোহিঙ্গারা ◈ সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্তে হাজারো ওমরাহযাত্রী  বিপাকে ◈ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত ◈ কী ঘটেছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন আছিয়ার মা ◈ কালবৈশা‌খীর সঙ্গে ‌সিলেটে শিলাবৃষ্টি (ভিডিও) ◈ ৩৭টির মধ্যে ৭টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে ◈ আবু সাঈদের রক্তমাখা জামাসহ আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে গাঁজা বিক্রি করতেন তারা, অতঃপর ১৫ কেজি গাঁজাসহ আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকের কার্ড ঝুলিয়ে যাওয়ার সময় ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটককৃতদের মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো. সোহাগের স্ত্রী মারিয়া বেগম। 

জানা যায়, ওই দুই নারী গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটক হন। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে মাদকের চালান ভাঙ্গায় ঢুকবে । এজন্য সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৬ প্যাকেট থেকে ১৫ কেজি গাজা, ৩ টি মোবাইল জব্দ করা হয়।

ওসি আরো জানায়, গাড়িটি তল্লাশির সময় আটক দুই নারী পুলিশের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া সাংবাদিক স্বীকার করে। তারা ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়