শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিবি’র সমাবেশে বোমা হত্যাকান্ডের ২৪তম বার্ষিকীতে সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার আহবান

ডেস্ক রিপোর্ট : ২০০১ সালের আজকের দিনে পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান হিমাংশু মণ্ডল, আব্দুল মজিদ, আবুল হাসেম ও মোক্তার হোসেন। খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় আহত হয়ে ২ ফেব্রুয়ারি হাসপাতালে মারা যান। হামলায় আহত হয়েছিলেন সিপিবির শতাধিক নেতাকর্মী।

আজ ২০ জানুয়ারী, ২০২৫ সোমবার সন্ধ্যা ৬ টায়, চট্টগ্রামের হাজারীগলিস্থ সিপিবি কার্যালয়ে ২৪ তম পল্টন হত্যার স্বরণ সভায় সভাপ্রতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি সভাপতি কমরেড অশোক সাহা, সঞ্চালনা করেন জেলা কমিটির সহকারী সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া। উক্ত সভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোঃ শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃনাল চৌধুরী, জেলা সম্পাদক মন্ডীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড উত্তম চৌধুরী, কমরেড ফরিদুল ইসলাম, কমরেড রেখা চৌধুরী ও ছাত্র নেতা সুদীপ্ত চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, সেদিন কমিউনিস্টদের স্তব্ধ করার জন্য বোমা হামলা চালানো হয়েছিল। তারা এই কাজ করেছিল যাতে কমিউনিস্ট পার্টি মানুষকে নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে। হত্যা, হামলা, মামলা করে  বামপন্থীদের নীতিনিষ্ঠ অবস্থান থেকে বিচ্যুত করা যাবে না।

বক্তারা আরো বলেন, তৎকালীন সরকার এই হামলার পর তদন্তে হেলাফেলা করেছিল। হামলার পর আলামত সংগ্রহ না করে সিপিবির নেতাকর্মীদের তৎকালীন সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। আজও এই হামলার সাথে জড়িতদের ও নেপথ্যের হোতাদের গ্রেফতার ও বিচার শুরু করা হয়নি। এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার না হওয়ায়  ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়