শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের উৎসব উপলক্ষে জুলাই-আগষ্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে লক্ষ্মীপুরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে।  

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসব পালন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ব্যাতিক্রমী এই দেয়ালিকা উৎসবের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এসময় বক্তব্য রখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা । 

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবরা দেয়ালিকা উৎসবে অংশ নেন। জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবিসহ আন্দোলন সংগ্রামে নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। হলরুমের চারদেয়ালে আওয়ামীলীগ ও ওইসময়ের আইনশৃংখলা বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরেঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, জেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখন এই ৭৩২টি  বিদ্যালয়ে উৎসব বইছে। আজকে শুধুমাত্র সদর উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহন ছিল। শিক্ষার্থীদের অসাধারন মেধা,প্রতিভা একিট চমৎকার বহি:প্রকাশ ঘটেছে। এটি এখন সমগ্র জেলায় ছড়িয়ে পড়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসব পালন করা হবে। কিভাবে জুলাই-আগষ্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ। সারাদেশে এটি ছড়িয়ে দিতে আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়