শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামের (৫৮) ওপর হামলার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। 
 
সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
‘ফরিদপুর শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের’ ব্যানারে সকাল ১০টার দিকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়। এটি অম্বিকা সড়ক ধরে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে আসে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি ব্রাহ্ম সমাজ সড়ক হয়ে মুজিব সড়ক দিয়ে আলীপুর মোড় এলাকায় গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে।
 
দুপুর পৌনে ১২টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের ওপর হামলার বিচার দাবিতে স্লোগান দেন। শহরের গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করায় আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘হামলার ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। আসামি শনাক্ত ও তদন্তে সময় লাগছে। কাউকে হয়রানি করা হবে না। আসামি শনাক্ত ও গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
 
মিছিল শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ফরিদপুর শহরের আলীপুর মোড় এলাকায় অবরোধ করেন। 
 
এ সময় আরও বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কারী বিসিএস শিক্ষা ক্যাডারের যুগ্ম আহ্বায়ক এম এম শহীদুল ইসলাম। জেলা প্রশাসকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে আসামি ধরা না হলে শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি দেবেন।’
 
অন্যদের মধ্যে এসময় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ তালুকদার আনিসুর ইসলাম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জামাল শেখ প্রমুখ বক্তব্য দেন। 
 
এ ছাড়াও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, মুসলিম মিশন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়