শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতিতে দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীবাড়িতে সড়কে ধস প্রশাসনের চোখে কাঠের চশমা

মোঃ হোসাইন হাওলাদার, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা থেকে জেলা সদরে যাওয়ার প্রধান সড়কে ধস। ফলে আতঙ্কে পারাপার হচ্ছেন এ রুটে যাতায়াতকারী পরিবহন চালক ও যাত্রীরা। স্থানীয়দের দাবি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ভূমি অফিস গেইট সংলগ্ন জেলা সদরে যাতায়াতের প্রধান সড়কটি ধসে পড়েছে। এতে ভয়ে রয়েছেন এ রুটে নিয়মিত চলাচলকারী যাত্রী সাধারণ। এ রুটে ছোট ছোট যানবাহন সাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে শুরু করে মোটরবাইক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজির পাশাপাশি দূরপাল্লার ট্রাক-বাসও মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে ঝুঁকিপূর্ণ স্থান নিশ্চিত করণে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, অ্যাপ্রোচ ভেঙে ধসে পড়ায় সড়কটি এখন হুমকির মুখে। ভেঙে যাওয়া অ্যাপ্রোচের অবশিষ্টাংশ ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাবে।

এ রুটে নিয়মিত চলাচলকারী একাধিক পরিবহন চালকরা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করতে হয়। উপজেলা সদর থেকে জেলা শহর ও ঢাকার শহরে যেতে মুক্তারপুর সেতু হয়ে যেতে সময় কম লাগে। পরিবহন নিয়ে উপজেলা ভূমি অফিসের কাছাকাছি এলেই অ্যাপ্রোচে ধসের কারণে মনে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। 

এবিষয়ে স্থানীয় বাসিন্দা কাদির খান বলেন, ‘ এ সড়কটি দিয়ে ভারী যানবাহনের লোকেরা তাদের জীবন হাতে নিয়ে পারাপার হচ্ছে এবং চলাচলের ক্ষেত্রে দিনদিন ঝুঁকির মাত্রা আরও বেড়েই চলছে। বড় ধরনের দুর্ঘটনার আগেভাগেই সংশ্লষ্টিদের নজর দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। অন্যথায় যেকোরো মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।'

এবিষয় মুন্সীগঞ্জ সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(সওজ) নাজমুস হোসেন সাকিব বলেন, এটা নিয়ে আমাদের টেন্ডার হয়েছে, ঠিকাদারও নিয়োগ হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে ঠিকাদার মাঠে নামবে। ঠিক করে দিবে। এই জায়গাটিতে বড় ধরনের কাজ করাচ্ছি আমরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়