পূর্বধলায় তিনটি দোকানে চুরি
হাবিবুর রহমান : নেত্রকোনার পূর্বধলায় চালের টিন ও দরজা কেটে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে পূর্বধলা বড় বাজারে একটি জুতার দোকান ও দুইটি কসমেটিক্স দোকানে এই চুরির ঘটনা ঘটে।
চোররা দোকানগুলো থেকে অনুমানিক তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে দোকান মালিকেরা। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। এদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের দাবি দোকান মালিকদের।
চুরি হওয়া দোকানগুলো হলো, মা কসমেটিক্স, আরবী স্টোর ও নুরুল আমিন সু-স্টোর। ব্যবসায়ীরা এই ঘটনায় পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :