জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব নয়। ছয় মাসের মধ্যে নতুন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন ঠিক করা, বিচার বিভাগ সংস্কার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা কাজ করছে ভোটার তালিকা হালনাগাদসহ তারা তাদের জায়গা থেকে কাজ করবে। অন্তর্বর্তী সরকার তাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচনের জন্য যে সময়টাকে উপযুক্ত মনে করবে ওই সময়টুকু যদি হয় তাহলে আমার মনে হয় একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিরা ক্ষমতায় আসবে।
আগামী সংসদ নির্বাচনে সারজিস সংসদ সদস্য পদে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভ্যুত্থানের পূর্ববর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা নিজেরা কোনোকিছু ঠিক করিনি। পঞ্চগড়ের মানুষ যদি তাদের জায়গা থেকে মনে করে আমিসহ নতুন প্রজন্মের যে কেউ সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে এই দায়িত্বটা নেয়া উচিত। জনগণ যদি চায় তাহলে দায়িত্বটা একটা আমানত।
জুলাই ঘোষণাপত্র নিয়ে সারজিস বলেন, এত বড় একটা গণঅভ্যুত্থান এটার লিখিত স্বীকৃতি থাকা উচিত। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের একটা স্বীকৃতি থাকা উচিত। আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি আসবে।
এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় বারের সরকারি কৌশলী অ্যাডভোকেট এম এ বারি, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, স্থানীয় সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু প্রমুখ।
এর আগে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার দরিদ্র-শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন সারজিস। উৎস: চ্যানেল২৪ ও আরটিভি অনলাইন।
আপনার মতামত লিখুন :