এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে ১০০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী ৮ নং ধর্মপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে আব্দুস সালাম (৩০)।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় বিরল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ আভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল কবির এর নেতৃতত্বে একটি চৌকস টিম কালিয়াগঞ্জ হতে কামদেবপুর পাকা রাস্তার বনবিভাগের চেকপোষ্টের সামনে থেকে মাদক ব্যবসায়ী আব্দুস সালাম (৩০) কে আটক করে। এ সময় তার নিকট হতে ৫০ বোতল এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া ৫০ বোতল মোট ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আটক আব্দুস সালাম (৩০) ও আরো ২ জন পলাতক মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি সংশ্লিষ্ঠ ধারায় মামলা নং ১৯/১৯, -১৭-১-২০২৫ দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :