শিরোনাম
◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে এ্যাম্পুলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ ফিরোজ হোসেন (৪৭) নামের একাধিক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার শিউলি বেগমের স্বামী ও পুতুলের জামাই।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার জনৈক জাহাঙ্গীরের বসত বাড়ির সামনে ইটের রাস্তার উপর এ্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল ধৃত ফিরোজ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃর নামে ইতিপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়