শিরোনাম
◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা আ.লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মোগলটুলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কবির শিকদারের বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী। তিনি মহানগর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪টি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনী কবির শিকদারকে গ্রেফতারের পর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তিনি সম্প্রতি আওয়ামী লীগকে সংগঠিত করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তাছাড়া নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে তার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়