শিরোনাম
◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ◈ ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ, দামী খেলোয়াড় খাভিছা ◈ পেলে, ম্যারাডোনা ও মেসির সঙ্গে আমার তুলনা চলে না, আমিই সর্বকালের সেরা: রোনালদো ◈ সুমাইয়াকে হয়রানি ও হত্যার হুমকি, কড়া পদক্ষেপ নিচ্ছে বাফুফে ◈ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ ◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ◈ এবার জাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় দুই কৃষককে মারধর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কাদের মোল্যা (৫৫) ও হাবি মোল্যা (৪০) নামের দুই কৃষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে এ মারধরের ঘটনা ঘটে। 

মারধের শিকার কাদের মোল্যা পাশের বড় বালিয়া গ্রামের আফতাব মোল্যার ছেলে ও হাবি মোল্যা একই গ্রামের মোতাহের মোল্যার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, 'কাদের মোল্যা ও হাবি মোল্যা শুক্রবার সকালে ৮ বস্তা পেঁয়াজের হালি বিক্রি করতে বালিয়াগট্টি হাটে যান। এরপর তারা হালি বিক্রি শেষে একটা দোকানে সকালের নাস্তা খান। নাস্তা খেয়ে বের হওয়ার সময় ছোটবালিয়া গ্রামের মো. ইমরান নামের এক যুবক ওই দুই কৃষককে কিল-ঘুষি ও মারধর করেন বলে দাবি মারধরের শিকার কাদের মোল্যার। তার সঙ্গে আরও লোকজন লাঠি-সোঁটা নিয়ে মারতে আসলে স্থানীয় লোকজন ঠেকায় দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ভয়ে ওই দুই কৃষক বাড়ির বাজার না করেই বাড়িতে ফিরে যান।'

মারধরের ব্যাপারে বক্তব্য জানতে মো. ইমরানে সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়