শিরোনাম
◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ◈ ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ, দামী খেলোয়াড় খাভিছা ◈ পেলে, ম্যারাডোনা ও মেসির সঙ্গে আমার তুলনা চলে না, আমিই সর্বকালের সেরা: রোনালদো ◈ সুমাইয়াকে হয়রানি ও হত্যার হুমকি, কড়া পদক্ষেপ নিচ্ছে বাফুফে ◈ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ ◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে শিশু হত্যার পর ইউপি সদস্যসহ আটক-৩

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর রাস্তার ঢাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের রাস্তার ঢাল থেকে উদ্ধার করা লাশটি মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান শিকদারের ছেলে সাফওয়ান শিকদারের (৫)। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে। 

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মা-বাবার সঙ্গে সাফওয়ান ১ জানুয়ারি দাদাবাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা সন্ধান না পেয়ে শিশুর দাদা বারেক শিকদার বিকালে গৌরনদীর শরিকল পুলিশ তদন্তকেন্দ্রে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। 

স্থানীয় এক নারী বৃহস্পতিবার ভোরে গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢালে সাফওয়ানের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একই বাড়ির লোকমান চৌধুরীর ঘরে তল্লাশি চালিয়ে হত্যার বেশকিছু আলামত জব্দ করেছে পুলিশ।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান চৌধুরীর ছেলে রুমান চৌধুরী ও শরিকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়