শিরোনাম
◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল! ◈ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন ◈ তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার! ◈ ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলনে অংশ নেব না: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী ১৮ জানুয়ারির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার দুপুরে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মহল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আগামী ১৮ জানুয়ারি প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে। 

তারা স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা মেনে নেওয়া হবে না। এছাড়া সম্মেলনে গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবার পাশাপাশি জেলা বিএনপির একটি অংশ সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেন। 

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন। 

আগামী ১৮ জানুয়ারি জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চরম আকারে দেখা দিয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়