শিরোনাম
◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পেট্রোল বোমা হামলার মামলায় জামায়াতের আমিরসহ ৩৭ জন খালাস

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা জামায়াতের এস ইউ এম আমির রুহুল আমিন ভূঁইয়াসহ ৩৭ জনকে পুলিশের দায়েরকৃত পেট্রোল বোমা হামলার মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক বিজ্ঞ ফারজানা আক্তারের আদালত এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও আসামি পক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি পক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ জানান, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি নতুন মহিলা কলেজের সামনে সিএনজি চালিত অটোরিকশায় বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার কথিত অভিযোগে তখন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিঠন মহাজন ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়াসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ ৩৭ জনের বিরুদ্ধে আলাদা ২টি অভিযোগপত্র আদালতে দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে অভিযুক্তদের ওপর আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এতে আদালত তাদেরকে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন।

আইনজীবী মুরাদ আরও বলেন, মামলায় অভিযুক্তরা আদালতে প্রত্যেক শুনানিতে উপস্থিত ছিলেন। কিন্তু সাক্ষীরা সাক্ষ্য দিতে আসেনি। এতে আদালত সাক্ষীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। পরে তাদেরকে পুলিশ ধরে আনার পর তারা সাক্ষী দিয়েছে, অভিযুক্তদের কাউকেই তারা চেনেন না, মামলার ঘটনার সম্পর্কেও তাদের কোন কিছু জানা নেই। এরপর আমরা আবেদনের ভিত্তিতে আদালত তাদের সাক্ষী নিয়েছেন। বাদীসহ ১১জন সাক্ষী সবাই বলেছে ঘটনাটি তারা দেখেনি, ঘটনা সম্পর্কে তারা কিছুই জানে না।

জেলা জামায়াতের এস ইউ এম আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, ১০টি বছর মামলার গ্লানি আমাদের টানতে হয়েছে। দীর্ঘ সময় আমাদের অনেককেই জেল খাটতে হয়েছে। কারাগারে থেকে কষ্ট পেতে হয়েছে। বিগত সরকারের সময় আইন-আদালত তাদের অনুকূলে ও আজ্ঞাবহ ছিল। আজকের আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়