কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশায় দুই ইটভাটায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যেগে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ আইন অমান্য করে ইটভাটা ওইট তৈরি করার অপরাধে এ সময় দুই ইটভাটাকে দুইলক্ষ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এর সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানা পুলিশের একটি টিম ,আনছার বাহিনীর একটি টিম, ফায়ার সার্ভিস এর একটি টিম সহায়তা প্রদান করেন। অভিযানের ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিন বলেন, পরিবেশ আইন অমান্য করে ইটভাটা স্থাপন ও তৈরি করায় দুই ইটভাটাকে জরিমানা করা হয়েছে । অপর ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :