শিরোনাম
◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা ◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে র‌্যাব পরিচয় জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর! ভুক্তোভোগীর সংবাদ সম্মেলন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : মো: মশিউর রহমান, র‌্যাব পরিচয় দিয়ে জোড় পূর্বক ফাঁকা জ্যুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মানিক চক্রবর্তী নামের এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আজিজুল হকের পুত্র ইমদাদুল হকের বিরুদ্ধে। এর ই প্রতিবাদে ১৬ জানুয়াী নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তোভোগী মানিক চক্রবর্তী। ইমদাদুল তিনি ঢাকার তেজগাঁও থানার পূর্বরাজাবাজার এলাকায় চাকুরির সুবাদে বসবাস করেন। মানিক চক্রবর্তী একই ইউনিয়নের মৃত মেঘনাথ চক্রবর্তীর ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তোভোগী জানান, ইমদাদুল তার পূর্ব পরিচিত। দীর্ঘ দিন পূর্বে জণকল্যান সমবায় সমিতি লি: নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে ৭ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন  করে ঢাকায় চলে যায়। ইমদাদুল হকের সাথে সুসম্পর্ক বিধায় জণকল্যান সমবায় সমিতি হইতে লভ্যাংশের টাকা উত্তোলন করিয়া তাহার ব্যাংক ও বিকাশ একাউন্টে জমা করিয়া দিতেন।

বিগত ০৯ জুন ২০২৩ তারিখে পিতৃশ্রাদ্ধ করিবার জন্য চট্টগ্রাম সিতাকুন্ডে যাওয়ার পথে সায়েদাবাদ এলাকা থেকে ইমদাদুল সহ তার সাথে থাকা মো: সাঈমুল হাওলাদার র‌্যাব-১০ ব্যাটেলিয়ান মোবাইল নং-০১৭৩৮৬০৮৬৩২ ও মিঠু (ভাঙ্গা ফরিদপুর) মোবাইল নং-০১৯৬৩৭২৬৫৮৬ ও অনেক লোকজন তাকে আটক করে অস্ত্র ঠেকিয়ে প্রাননাশের হুমকি দিয়ে ১০০ টাকার ৩ টি নন জ্যুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে এর কিছু দিন পর এমদাদুল বাড়িতে আসিয়া তার জায়গা জমি দখলের চেষ্টা করে পরবর্তীতে বিষয়টি নিয়া গত ২২ নভেম্বর ২০২৩ তারিখ স্থানীয় গন্যমান্য ব্যক্তিাবর্গের মাধ্যমে ৩ নং দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর অস্থায়ী কার্যালয়ে বসে তিমির চক্রবর্তী আব্দুর রহমান সাফায়েত বেপারী ও ইমদাদের ছোটভাই হাফিজুর রহমানদের নিয়ে চেয়ারম্যান ২ লক্ষ ৫০ হাজার টাকার মাধ্যমে মিমাংসা করে দেয়। বর্তমানে ওই চক্র ভাড়াটিয়া লোকজন পাঠিয়ে তাকে বাড়ি-ঘড় ছাড়িয়া ভারতে চলে যেতে বলে।  এ নিয়ে গত ইং ১২ জানুয়ারী নাজিরপুর থানায় ভুক্তোভোগী একটি লিখিত অভিযোগও করেন।

এবিষয়ে এমদাদুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন তুলেন নাই।  
ব্যাব পরিচয়কারী নাঈমুল হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই।
এবিষয়ে নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাধে শ্যাম সরকার (আর এস সরকার) জানান, এখানে অভিযোগ করেছে,উভয় পক্ষ নিয়ে আমরা বসেছিলাম কিন্তু আমরা কোন সমাধানে আসতে পারি নাই। তবে সমাধানের জন্য চেষ্টা চলছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়