আবু নাসের : সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সালথায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। মেলায় উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের ১০টি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কশিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
আপনার মতামত লিখুন :