ফরিদপুরে অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর অতর্কিত হামলা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজ সূত্রে জানা যায়, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার বাসভবন থেকে ইশার নামাজ পড়তে বের হন। এসময় কলেজটির সামনের রাস্তা পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে নেমে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তাঁর মাথায় আঘাত করা হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। অতঃপর আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলতে পারেননি কেউ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ ঘটনাটি গুরুতের সঙ্গে দেখছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :