শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ ◈ অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় চম্পা বেগম (৫২) নামের এক গৃহবধুর মৃত্যু‘র ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও এক মেয়ের জননী। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সুতালিয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী চম্পা বেগম বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চরবনমালীপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিরাজ মৃধা বলেন, মারা নারী আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ট্রাকের চাপায় চম্পা বেগম মারা গেছে। বুধবার সকালে লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করার পর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ রাতেই হস্কান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়