শিরোনাম
◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ১ শ' বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়া র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মওলা ইসলাম (২৫) ও আজমত আলী (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মওলা ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর দারগার মোড় এলাকার ভোগল প্রমানিকের ছেলে এবং আজমত আলী একই এলাকার উজির মালিথার ছেলে। র‍্যাবের দাবি তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈশ্বরদীগামী একটি সিএনজিকে অটো রিক্সাকে তল্লাশি করলে  সেখানে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে র‌্যাব।

পরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল হেফাজতে রাখার অপরাধে মাওলা ইসলাম ও আজমত আলীকে আটক করা হয়। এরপরে র‍্যাব এর পক্ষ থেকে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটক দুই মাদক কারবারিকে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়