সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে অজ্ঞাত গাড়ির চাপায় চম্পা বেগম (৫২) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মনু কাজীর স্ত্রী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়ন বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর কামারবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত চম্পা বেগমের ভাই পান্নু শেখ জানান, রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান চম্পা বেগম।
স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজ মৃধা বলেন, রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বৃদ্ধা মারা গেছেন।
আপনার মতামত লিখুন :