ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কোটচাঁদপুরে একটি কাঠ রিফাইন কারখানার মিনি বয়লার বিস্ফোরণে ২জন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।পরে আহত ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রের্ফাড করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন হোসেন ও একই গ্রামের শ্রীরাম মল্লিকের ছেলে রাম বিশ্বাস।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কারখানার বয়লারের সিলিন্ডারের ভিতর কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিলো। হঠাৎ সেটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শ্রমিক মিল্টন হোসেন ও রাম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়।এছাড়া আহত হয় আরও ২ জন। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাহিনী ঘটনা স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :