শিরোনাম
◈ জয়বঞ্চিত ম্যানচেস্টার সিটি, হার এড়ালো লিভারপুল ◈ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রধান যে পাঁচটি সুপারিশ থাকছে ◈ জাতীয় পার্টির সঙ্গে কথা বলা যৌক্তিক মনে করছি না: উপদেষ্টা মাহফুজ (ভিডিও) ◈ বিএনপি বলছে সম্ভব, জামায়াত বলছে না ◈ তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ◈ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার ◈ প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন ◈ ২০ তারিখের অপেক্ষায় আছি, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারত : বিজেপি নেত্রী (ভিডিও) ◈ পাকিস্তান সুপার লিগ খেলে মজা পাবি, রিশাদকে বললেন তামিম ইকবাল ◈ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বিজোড়া স্কুল এন্ড কলেজে কিশোর গ্যাংয়ের তান্ডব

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বিজোড়া স্কুল এন্ড কলেজে ছাড়পত্র (টিসি) ছাড়া ছাত্র ভর্তি না নেয়ার ঘটনায় স্থানীয় একটি কিশোর গ্যাং তান্ডব চালিয়ে কলেজের আসবাবপত্র ভাংচুর ও অধ্যক্ষকে হুমকি দিয়েছে। এসময় এক কিশোরকে ধারালো অস্ত্র হাঁসুয়াসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বিজোড়া স্কুল এন্ড কলেজে। আটক কিশোর একই ইউপি’র দক্ষিণ বহলা গ্রামের আবুল হোসেনের ছেলে ফাহিম হোসেন (১৬)।

বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল জানান, গত ১২ জানুয়ারী/২৫ (রোববার) অষ্টম শ্রেণিতে এক ছাত্রকে ভর্তি করাবে বলে ফোন দিয়েছিল ফাহিম নামের ওই ছেলেটি। আমি তাকে বলি যে, ওই ছাত্র পূর্বের যেই স্কুলে অধ্যায়নরত ছিল সে স্কুলের ছাড়পত্র (টিসি) অবশ্যই লাগবে। এ কথার বলার কারণে ওই কিশোর ফাহিম ক্ষিপ্ত হয়ে আরো ৪/৫ জন কিশোরকে সাথে নিয়ে ক্লাশ চলাকালীন সময় ভবনের দ্বিতীয় তলায় উঠে তান্ডব চালিয়ে ২টি ক্লাশ রুমে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে চলে য়ায।

পরের দিন সোমবার দুপুর ১২ টার দিকে আবার সে একজনকে সাথে নিয়ে আমার অফিসে আসে এবং বলে, আমার ছাত্রটাকে ভর্তি করুন। আমি কাগজপত্র চাইলে আমার উপর সে চড়াও হয় এবং অকথ্য ও অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসময় অফিস সহকারী জাহাঙ্গীর আলম ফাহিমের প্যান্টের মধ্যে উচিয়ে থাকা ধারলো অস্ত্র হাঁসুয়া দেখতে পেয়ে চিৎকার দিলে অন্যান্য স্টাফসহ শিক্ষার্থীরা এসে তাকে আটক করে। পরে স্থানীয় অনেক মানুষ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সহযোগিতায় ধারালো অস্ত্র হাঁসুয়াসহ ফাহিমকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, আটক ফাহিম হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় বিরল থানায় একটি মামলা নং-১৪, তাং ১৩-০১-২০২৫ ইং দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পর বিজোড়া স্কুল এন্ড কলেজে শিক্ষক,শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে কিশোর গ্যাং আতংক বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়