শিরোনাম
◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল ◈ নির্বাচন নিয়ে ফখরুলের বক্তব্যের কড়া জবাব সারজিসের (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : “জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি)সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম।    

এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এসিল্যান্ড রেদওয়ান ইসলাম,উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো.আহসান,উপজেলা সমবায় অফিসার মো.আসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ,শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরী বিভিন্ন আধুনিক প্রযুক্তি উপস্থাপন করে।এই মেলায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও দৈনিক সময়ের আলো দাউদকান্দি প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন ও আমাদের সময়.  কম এর দাউদকান্দি প্রতিনিধি মোশায়ারা আক্তার জলির ছোট ছেলে মুশফিক আলী নাতিক রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটি প্লেন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে।

এছাড়া মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে এ মেলার বিচারকদের বিচারের ভিত্তিতে প্রথম স্থান,দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই ক্যাটাগরিতে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো,মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছে পাঁচ গাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান অর্জন করেছে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়.তৃতীয় স্থান অর্জন করেছে চিনামুড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়। 

কলেজ গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে  ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজ,দ্বিতীয় স্থান অর্জন করেছে জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজ,তৃতীয় স্থান অর্জন করেছে দাউদকান্দি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়