শিরোনাম
◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল ◈ নির্বাচন নিয়ে ফখরুলের বক্তব্যের কড়া জবাব সারজিসের (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই  প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৫ দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫ দলীয় অনূর্ধ্ব-১৭ চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় নন্দীগ্রাম পৌরসভা একাদশ বনাম বুড়ইল ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। 
 
প্রতিযোগিতাটি গোলশূণ্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। ট্রাইব্রেকারে নন্দীগ্রাম পৌরসভা একাদশ ৫-৪ গোলে বুড়ইল ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করে। 
 
পরে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠিত হয়।  সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।
 
জিল্লুর রহমান রয়েল  
  • সর্বশেষ
  • জনপ্রিয়